প্রতিশোধ স্পৃহা বশতই নিষ্ক্রিয় তদন্ত! মুখ্যমন্ত্রীকে দুষলেন রাজু

0
48

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

চোপড়া থেকে ফেরার পথে রবিবার রাতে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিজেপির মন্ডল কমিটি সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জ্জী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে দুষলেন রাজু ব্যানার্জ্জী। তিনি বলেন, যে চোপড়ার ঘটনা দুঃখজনক ঘটনা।

bjp party | newsfront.co
রাজু ব্যানার্জ্জী৷ নিজস্ব চিত্র

একটা বাচ্চা মেয়ে সবে মাধ্যমিক পাশ করলো,শুধুমাত্র রাজ বংশী পরিবারের মেয়ে হওয়ার জন্য তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হল। আর তারপরেও এখন ও অবধি প্রশাসন দোষীদের গ্রেফতার করতে পারলনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর একটা স্টেটমেন্ট পর্যন্ত নেই। তারপর প্রশাসন উল্টে ধর্ষণটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আবার এইটাকে আত্মহত্যা বলে দেখানো হচ্ছে৷।

raju | newsfront.co
বিজেপি রাজ্য সহসভাপতি৷ নিজস্ব চিত্র

অর্থাৎ যেহেতু রাজ বংশী বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আগেই কিছু টা টের পেয়েছিলেন,তাই তাকে আগেই বলে দেওয়া হয়েছিল যে আত্মহত্যা হয়েছে। আর পুরো নাটক ওইভাবে ই সাজানো হয়েছিল। ঠিক একই ভাবে একটার পর একটা রাজ বংশীদের খুন করা হচ্ছে। আর আজকে যে একটা বাচ্চা রাজ বংশী ছাত্রীকে খুন করা হল, তার কারণ হিসেবে আমরা মনে করি যে রাজ বংশীরা বিজেপিকে দু হাত ভরে ভোট দিয়েআশীর্বাদ করেছে, আর তাই মমতা ব্যানার্জ্জী সেই রাজ বংশীদের উপর এইভাবে প্রতিশোধ নিচ্ছে।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিনা বেতনে ছুটির প্রতিবাদে সোচ্চার ডেরেক

আর এই গোটা বিষয় টা ধামা চাপা দেওয়া জন্য তদন্তের নাটক করছে৷ আর পুলিশ ও এ বিষয়ে একেবারে নিশ্চুপ৷ পুলিশতো এখন তৃণমূল গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে। আর আমরা বারবার বলে আসছি পুলিশের এসপিরা এখন তৃণমূলের সভাপতি হয়েগেছে। আর আইসিরা ব্লক সভাপতি হয়েগেছে। তার জন্য তৃণমূলের মতো আচরণ করছে। তৃণমূলের সঙ্গে তো আর কোন ভালো মানুষ নেই।

এক শ্রেণীর গুন্ডা ও এক শ্রেণীর পুলিশ তারাই এখন প্রশাসন চালাচ্ছে। তার জন্য আমরা বারবার দাবি করছি আসামিদের গ্রেফতার করতে হবে তাদের ফাঁসির সাজা দিতে হবে। তার সাথে সাথে সিবিআই তদন্তের ও দাবি জানাচ্ছি। বাংলার মানুষের পুলিশের উপর আর ভরসা নেই। তাই তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। সেই জন্য আমরা বাংলার মানুষকে, চোপড়ার মানুষকে করজোরে নমস্কার জানাচ্ছি।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর, জখম ৩

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল যাবে কারণ তারা গিয়ে টাকা দিয়ে ঘটনা টি ধামাচাপা দেবে। ভয় দেখানোর চেষ্টা ও করবে। মানুষদের চাকরির নাম করে ভুল পথে চালনা করবে। আর সমস্ত মিথ্যে ঢাকার জন্য সেখানে হাজির হয়ে যাবে৷ গ্রামবাসীরা তাদের ঢুকতে দেবে কিনা সেই বিষয়ে যদিও যথেষ্ট সন্দেহ আছে ৷যাবেন তো বলেছেন কিন্তু কিছু হলে আমাদের যেন দোষারোপ না করেন।

নিজের ভরসায় যাচ্ছেন নিজের ভরসায় ফিরে আসবেন। আমাদের কিন্তু কিছু বলবেন না। আর পর্যটনমন্ত্রী অনেকদিন ধরে ঘুরতে যেতে পারছেন না , ঘরের বাইরে যেতে পারছেন না , তার জন্য ওনার মনে হয়েছে যে একটু ঘুরতে যাবার জায়গা পেয়েছি তাই একটু ঘুরে আসি। বাংলার মানুষ গ্রামের মানুষ আদৌও তাঁকে ভ্রমণ করতে দিবে কিনা সেটা সেই গ্রামের মানুষই ঠিক করবেন,আর তিনি বুঝবেন।

আরও পড়ুনঃ বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক

এর পাশাপাশি তিনি আরও বলেন, বিচিত্র কি আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ধর্ষণ হয়ে গেলে বলেন পার্কস্টিট দেখেছেন তো , ছোট ঘটনা সাজানো ঘটনা। আপনারা বাগনান দেখেছেন অরুপ রায় বলছেন, যে দুশ্চরিত্রা। তাই এই জায়গার কানাইয়া আছে, না কে আছে এতো ভালো ভালো নাম তৃণমূলের গুন্ডাদের কে দেয় তা ভগবানই জানে। তাই তাদের মুখ থেকেই এই কথাগুলো শোভা পায় না । উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে হাফ্ করে দিয়েছে, আর ২০২১ এ সাফ্ করে দেবে। এই রকম কথা যারা বলে বেড়াচ্ছে তারা একটা বাচ্চা রাজ বংশী মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হল, আর তাকে এই রকম অপবাদ দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গের জনতা তাকে ছেড়ে দিলেও, চোপড়ার জনতা ছেড়ে দিলেও ইসলামপুরের মানুষ ছেড়ে দিলেও আগামীদিনে বিজেপি কিন্তু ছাড়বে না। আর আমি বার বার বলছি এইসব ঘটনার তদন্ত করা হোক । এবং যত বড় নেতা, মন্ত্রী ,আইপিএস আছে তারা কেউ ছাড় পাবে না। তাদের জেলের ভাত খেতেই হবে। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে শিলিগুড়ি র উদ্দেশ্যে চলে যান৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here