প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
58

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ অস্কার ফার্নান্ডেজ। সোমবার ম্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দিনকয়েক আগে ওয়াল পুশ-আপ করার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পড়ে যান বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। সেইসময় দেওয়ালে লেগে আঘাত পান ফার্নান্ডেজ।

Oscar Fernandes
অস্কার ফার্নান্ডেজ

এরপরই ১৯ জুলাই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বলেন, প্রাক্তন মন্ত্রীর মাথায় রক্ত জমাট বেঁধেছে। তৎক্ষণাৎ ওই হাসপাতালে তাঁর ডায়ালিসিস শুরু হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ইহলোক ত্যাগ করেন অস্কার ফার্নান্ডেজ।

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, “রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজের মৃত্যুতে আমি শোকাহত। দুঃখের এই সময়ে তাঁর পরিবার এবং শুভাকাঙ্খীদের জন্য প্রার্থনা করি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুনঃ উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, উদ্ধার ৩

১৯৪১ সালে ২৭ মার্চ উডুপি জেলায় জন্মগ্রহণ করেছিলেন ফার্নান্ডেজ। স্ত্রীর নাম ব্লোজম ফার্নান্ডেজ। তাঁর দুই সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। ফার্নান্ডেজ ইউপিএ সরকারের কেন্দ্রীয় পরিবহন, সড়ক ও জাতীয় সড়ক এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের মন্ত্রী ছিলেন। একজন সম্মানীয় রাজনীতিক, ফার্নান্ডেজের কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গেও সুসম্পর্ক ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here