রাজ্যসভায় পাস কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল ২০১৯

0
643

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

মঙ্গলবার ধ্বনি-ভোটে রাজ্যসভায় পাস হল সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল ২০১৯।

গ্রাফিক্স চিত্র

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পখড়িয়াল আজ রাজ্যসভায় এই বিল পেশ করেন। ধ্বনি ভোটে এই বিল পাস হয়ে যাওয়ার ফলে দিল্লিতে অবস্থিত ‘রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান’, ‘শ্রী লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিদ্যাপীঠ’ ও তিরুপতিতে অবস্থিত ‘রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ’ কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় হওয়ার দিকে আরো একধাপ এগিয়ে গেল। এরপরে অপেক্ষা শুধু রাষ্টপতির সম্মতির। তারপরেই এই বিল আইনে পরিণত হবে।

এই বিল উত্থাপনের সময় কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন যে সংস্কৃত এবং শাস্ত্রীয় শিক্ষায় পোস্ট গ্রাজুয়েট, ডক্টোরিয়াল, পোস্ট ডক্টোরিয়াল কোর্সগুলোর গতি বৃদ্ধি করবে এই বিল।

শুধু বিজেপির সাংসদেরা নয় এই বিলের সমর্থনে ভোট দেন কংগ্রেস সাংসদ  জয়রাম রমেশ, বিজেডির প্রশান্ত নাড্ডা, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় প্রমূখ। তবে সাংসদ শানমুগাম এই বিলের বিরোধিতা করে বলেন যে এই বিলের মাধ্যমে ক্লাসিক তামিল ভাষাকে অপমান করা হচ্ছে। একই সুরে সুর মিলিয়ে সংস্কৃতকে ‘মৃত ভাষা’ আখ্যায়িত করে ডিএমকে সাংসদ ভাইকো মন্তব্য করেন যে এই বিলের মাধ্যমে শুধু দক্ষিণ ভারতীয় ভাষা গুলোকেই অপমানিত করা হচ্ছে না, পাঞ্জাবি ও ওড়িয়া ভাষাকেও অপমানিত করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here