নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অত্যাবশ্যকীয় সামরিক পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলি লকআউট বা ধর্মঘট করতে পারবে না, আর যদি করেও তা রোধ করার অধিকার থাকবে কেন্দ্রের। বৃহস্পতিবার এই বিশেষ বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। এর আগে ৩ আগস্ট লোকসভায় পাশ হয় ‘দ্য এসেনশিয়াল ডিফেন্স সার্ভিস বিল-২০২১’। এবার তা রাজ্যসভার ছাড়পত্রও পেয়ে গেল।
অন্যদিকে, গত জুন মাসে একটি অর্ডিন্যান্স আনা হয়। বিতর্ক তৈরি হয় সেই অর্ডিন্যান্স ঘিরেও। দেশের প্রধান অস্ত্র উৎপাদক সংস্থার বোর্ডকে কর্পোরেট রূপ দেওয়ার পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। তখন বলা হয়েছিল যে, অস্ত্র প্রস্তুতের দক্ষতা আরও বাড়ানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বর্তমানে অভিজ্ঞ মহলের মত, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্মীদের ধর্মঘটের অধিকারকে বেআইনী ঘোষণা করার জন্যই অর্ডিনান্স আনা হয়েছিল।
আরও পড়ুনঃ পেগাস্যাস মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার, কেন্দ্রকে কপি পাঠানোর নির্দেশ আদালতের
যদিও এই বিশেষ বিল নিয়ে বিতর্ক তৈরি হতে শুরু করার ফলে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যসভায় জানিয়েছেন, ‘দাবি করা হচ্ছে যে এই বিল শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু আমি এটা স্পষ্টভাবে করে বলতে চাই যে এই বিল কোনওভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদের পথে অন্তরায় হবে না। আমরা শুধুমাত্র চাইছি সমরাস্ত্র কারখানার দক্ষতা আরও বৃদ্ধি করতে।’ প্রসঙ্গত এই ধরনের কারখানায় ট্যাঙ্ক, বোম্ব, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র তৈরি হয়।
আরও পড়ুনঃ অলোক ভার্মার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ স্বরাষ্ট্রমন্ত্রকের
বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন বলেন যে, পার্লামেন্টে হট্টগোলের পরিবেশ তৈরি হওয়ায় সেই সুযোগকে কাজে লাগানো হচ্ছে।’ তিনি বলেন, এই বিল খুব গুরুত্বপূর্ণ। তাঁদের দাবি, পুনর্বিবেচনার জন্য বিলটিকে সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584