নিখোঁজ বেলঘড়িয়ার যুবক বাড়ি ফিরল

0
90

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দু’দিন পর বাড়ি ফিরে এলেন বেলঘড়িয়ার নিখোঁজ ছাত্র। আজ, বৃহস্পতিবার বহরমপুর থেকে বাসে করে এসে দমদম এয়ারপোর্টে নেমে বাড়িতে ফোন করে নিখোঁজ হয়ে যাওয়া রক্ষিত মিত্তল।

Rakshit Mittal | newsfront.co
রক্ষিত মিত্তল, ফাইল চিত্র

এরপরে বাবা অশোক কুমর মিত্তল এয়ারপোর্টে গিয়ে তাঁকে নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পড়াশুনার অত্যাধিক চাপ থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রক্ষিত মিত্তল।

আরও পড়ুনঃ বেলঘড়িয়া থেকে নিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী, বেলডাঙায় উদ্ধার স্কুটি-হেলমেট

গত মঙ্গলবার আলমবাজারের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মেডিক্যালের ছাত্র রক্ষিত মিত্তল।

আরও পড়ুনঃ বিনামূল্যে করোনা পরীক্ষার কিট দেওয়া বন্ধের নির্দেশ কেন্দ্রের, অসন্তোষ প্রকাশ রাজ্যের

এরপর গতকাল বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙায় জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হয় তাঁর স্কুটি ও হেলমেট। তারপর থেকে চরম দুশ্চিন্তায় ছিল রক্ষিতের পরিবার। অবশেষে আজ সকালে রক্ষিতের ফোন পেয়ে এই দুশ্চিন্তা থেকে মুক্ত হয় তাঁর পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here