সোসাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে পদযাত্রায় ছাত্র- ছাত্রীরা

0
139

বসিরহাট, নিউজ ফ্রন্ট:

সোসাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধে পদযাত্রা করল ছাত্র- ছাত্রীরা।ফেসবুক, হোয়াটসআ্যপ,ইনস্টাগ্রাম প্রভৃতি সোসাল মিডিয়ার ব‍্যবহার,এখন ছোট-বড় সবার মধ্যেই একটি সাধারণ ব্যযপার হয়ে গেছে। কিন্তু এই ব‍্যাপারে যথাযথ জ্ঞান না থাকার কারণে অনেকেই ভুল করে বা অপব্যবহার করেফেলে-কেউ জেনে, কেউ বা নাজেনেই।

এর ফলে বহু বিতর্ক এমনকি উত্তেজনাও সৃষ্টি হয়েছে। প্রসাশন এর বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে, গ্ৰেফতারও হয়েছে। এবার,এই সোসাল মিডিয়ার অপব্যবহারের বিরুদ্ধেই পথে নামল বসিরহাটের ছাত্র- ছাত্রীরা।

ছবি সৌজন্য:এনামুল হকের ফেসবুক আইডি।

গত শনিবার টাকি রোডে শিরীষতলা থেকে এলাকার বাসিন্দা ও ছাত্র-ছাত্রীরা এক পদযাত্রায় অংশগ্রহণ করে। মূলত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাই ছিল এই মিছিলের নেতৃত্বে।এই ধরনের অভিনব উদ্যোগ অবশ্যই প্রসংশনীয় বলেই মনে করছেন বিশিষ্ঠমহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here