প্রার্থীদের নিয়ে বর্ধমান শহরে মমতার পদযাত্রা

0
46

শ্যামল রায়,বর্ধমানঃ

Rally of CM with candidates at burdwan
নিজস্ব চিত্র

একের পর এক সভা করার পরেও পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার দুপুরে বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা ও সুনীল কুমার মন্ডল এর সমর্থনে নির্বাচনী প্রচার অভিযানে পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Rally of CM with candidates at burdwan
নিজস্ব চিত্র
Rally of CM with candidates at burdwan
নিজস্ব চিত্র

এদিন তিনি বর্ধমান পৌরসভার সামনে থেকে উল্লাস মোড় পর্যন্ত পদযাত্রা করেন।আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে পদযাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের পূর্ব বর্ধমানের পর্যবেক্ষক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের আরেক মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ,বিধায়ক সুভাষ মন্ডল,প্রার্থী মমতাজ সংঘমিতা, প্রার্থী সুনীল কুমার মন্ডল এবং তৃণমূলের নেতৃত্ব বর্গ।
নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে ঘিরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো পদযাত্রা থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের সাথে হাত মেলান এবং কথা বলেন।

আরও পড়ুনঃ চৌকিদার প্রসঙ্গে কটাক্ষ মানসের

বাংলার বুক থেকে ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসনেই যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বর্ধমান শহরের ভোটারদের সাথে সম্পর্ক তৈরী করতেই তৃণমূল সুপ্রিমোর এই ধরনের পদযাত্রার আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here