হামলা রুখতে পদযাত্রা শুভেন্দুর

0
276

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Rally of suvendu to prevent attack
নিজস্ব চিত্র

বিজেপি-সিপিএমের সন্ত্রাস রুখতে এদিন শালবনী থেকে মন্ডলকুপি পর্যন্ত দু কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Rally of suvendu to prevent attack
পদযাত্রা।নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে এই অভিযোগ তুলে এদিন শালবনি থেকে মণ্ডলকুপি  পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী।পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গণতন্ত্রের হার জিত আছে, বিজয় মিছিলের নাম করে রাজ্য জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে সেটা আমরা বিরোধিতা করছি,সিপিএমের নেতারা বিজেপিকে জিতিয়েছে,বিজেপি সিপিএমের নেতাদেরকে নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করছে।বিজেপির নেতারা সাংবাদিকদের সামনে নিজেদের দায়িত্ব এড়িয়ে  যাচ্ছেন আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন না।

আজকেও শালবনির এই মিছিলে আসার জন্য চক তারিণীতে  হামলা করেছে বিজেপির লোকেরা,আমরা তার প্রতিরোধ করেছি। বালিজুড়ি সোলটি আদিবাসী পরিবারের উপর হামলা হয়েছে,রাঙ্গামাটি গুয়াদাহ সমস্ত এলাকায় বিজেপির লোকেরা হামলা চালিয়েছে আমাদের কর্মীদের উপর। রোজা রেখেছে তাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না,এই মন্ডলকুপিতে  আমাদের যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে তার বৃদ্ধা ৯০বছরে ঠাকুরমার উপর বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে,এই এলাকায় সিপিএম কি ভাবে দখলদারির রাজনীতির করেছে সকলেই জানেন,নতুন বোতলে পুরনো মাল,লাল জামা খুলে গেরুয়া জমা পরে  তৃণমূল কর্মীদের উপর হামলা করছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর

আমরা এগারো সালের আগে ও সিপিএমের হার্মাদের আক্রমণ রুখেছি এবারও রুখে দেওয়ার কাজ শুরু করে দিয়েছি।এই পদযাত্রায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী,মানস ভুঁইয়া, অজিত মাইতি,উত্তরা সিংহ, নির্মল ঘোষ সহ একাধিকনেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here