উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,২২অক্টোবর:
রাজ্য ব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন গণ সংগঠনের যৌথ মঞ্চ বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশনস এর আহ্বানে এদিন মালদা জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কালিয়াচক-১ সিপিআই এম পার্টি কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয় সকাল দশটা ত্রিশ মিনিটে।
সেখান থেকে তারা মোথাবাড়ির পদযাত্রায় সঙ্গে মিলিত হয়।পদযাত্রায় নেতৃত্ব দেন কালিয়াচক লোকাল কমিটির সম্পাদক এনামুল হক, জেলা কমিটির পক্ষে নইমুদ্দিন ও প্রনব চৌধুরি, আরএসপি নেতা নিখিল দত্ত,যুব নেতা ইয়াসিন মহলদার,এবিটিএ এর আনিসুর রহমান, ইলিয়াস আলি,কৃষক সভার নেতা মুরশেদ আলি,মহিলা সমিতির নেত্রী মোসা: রোকিয়া বেগম প্রমুখ।এছাড়াও বামফ্রন্ট এর সহযোগী সমস্ত দলের নেতারাই উপস্থিত ছিলেন।প্রায় ১৫০ জন এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।প্রায় ৭ কিমি রাস্তা পায়ে হেটে পথ পরিক্রমা করেন।
জন জীবনের জরুরি পরিষেবার যে দাবিতে এই পদযাত্রা সেই দাবিগুলো হল- ধর্মের নামে রাজনীতি বন্ধ করা,মালদা জেলা কে বন্যা কবলিত এলাকা হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা,নদী ভাঙনে প্রকৃত ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা প্রদান করা, শ্রমিক বিরোধী আইন তৈরী না করা, কৃষক দের ফসলের নায্য মুল্য দেওয়া, শিক্ষান্তে কাজ চাই,সমস্ত শূন্যপদে নিয়োগ চাই ও নিয়োগে স্বচ্ছতা চাই।শিক্ষা ব্যবস্থা কে ব্যবসা দারদের হাতে দেওয়া চলবে না।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে ও মৌলবাদ কে প্রশ্রয় দেওয়া চলবে না।সমস্ত চিটফান্ড প্রতারিত দের টাকা ফেরত দিতে হবে ইত্যাদি।
প্রসঙ্গত উল্লেখ্য কালিয়াচক -১ও ২ নং ব্লকের পদযাত্রী রা অমৃতি হয়ে মালদা শহরে এসে মিলিত হয়।এছাড়াও কালিয়াচক-৩ নং ব্লক সহ ইংরেজবাজারের বিভিন্ন অঞ্চল থেকে আসা পদযাত্রা মালদা শহরের রথবাড়ী মোড়ের জনসভায় মিলিত হয়।সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের সহযোগী দলের জেলা নেতৃবৃন্দ। মালদার মানিকচক ব্লকের নুরপুরের জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর পলিটব্যুরো সদস্য সাংসদ মহম্মদ সেলিম।এই উপলক্ষে এদিন জেলার বিভিন্ন প্রান্তে যেমন রতুয়া,পুখুরিয়া, হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ড,বামনগোলা এবং পাকুয়াতে পদযাত্রা ও জনসভা সংঘটিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584