নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৩ আগস্ট অথবা ৫ আগস্ট শুরু হতে পারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এই দুই দিনের মধ্যে তিনি যে দিনটি বেছে নেবেন, সে দিনই হবে মন্দিরের ভূমিপুজো। শনিবার এই তথ্য জানিয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাল সরকার দ্বারা গঠিত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
উল্লেখ্য, কয়েক মাস আগেই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা পিছিয়ে যায়। শনিবার সকালে রাম মন্দির নির্মাণ কাজ শুরুর দিন চূড়ান্ত করতেই বৈঠকে বসে ট্রাস্ট। নির্মাণের উদ্দেশে সয়েল টেস্ট-এর কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট।
আরও পড়ুনঃ নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ, ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারে পর্যটন মন্ত্রক
ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পট রাই বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, তহবিল সংগ্রহ ও নির্মাণের যাবতীয় নকশা তৈরি হওয়ার পর তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে মন্দির সম্পূর্ণ তৈরি হতে।” তিনি আরও জানান যে, “ইতিমধ্যে জমি থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থা। ভূপৃষ্ঠ থেকে ৬০ মিটার গভীরে মাটির চরিত্র বিশ্লেষণের ভিত্তিতেই ভিতের ড্রয়িং করা হবে, যার ভিত্তিতে গড়া হবে মন্দিরের ভিত।”
আরও পড়ুনঃ বানভাসী কাজিরাঙা, একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু
দেশ জুড়ে ৪ লক্ষ এলাকার ১০ কোটি পরিবারের থেকে অর্থ সাহায্য নিয়ে এই বিরাট মন্দির তৈরি হবে বলেও জানানো হয়েছে। এদিকে, বিশ্ব হিন্দু পরিষদ এ বছর তাদের প্রতিষ্ঠা দিবস থেকে রাম মন্দিরের জন্য বিশেষ প্রচারে নামছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584