নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
ভারত-চিন সীমান্তে চলছে দ্বন্দ্ব। সোমবার লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। গালওয়ান উপত্যকায় হওয়া ওই সংঘর্ষের জেরে নিহত হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। এই পরিস্থিতিতে অযোধ্যায় স্থগিত রাখা হল রাম মন্দির নির্মাণের পরিকল্পনা। শুক্রবার একটি বিবৃতি জারি করে একথা জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট।
ভারত-চিন সীমান্ত যুদ্ধে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ট্রাস্টের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারত-চিন সীমান্তের পরিস্থিতি ‘গুরুতর’ এবং দেশকে রক্ষা করা ‘সবথেকে গুরুত্বপূর্ণ’। সেনা হত্যায় উদ্বেগ প্রকাশ করে রাম মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্ট জানিয়েছে, নয়া তারিখ খুব দ্রুত ঠিক করা হবে।
আরও পড়ুনঃ রাহুলের ৫০তম জন্মদিন পালনে ‘না’ কংগ্রেসের
ট্রাস্টের অনিল মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে মন্দির নির্মাণ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে এবং সরকারিভাবে জানানো হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584