গড়বেতায় করোনার জেরে বন্ধ রামনবমীর মেলা

0
67

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নালবনা অঞ্চলের মঙ্গলপাড়া এলাকায় রামনবমী উপলক্ষে প্রতিবছর রথযাত্রা ও মেলার আয়োজন করা হতো। তবে বিগত বছর গুলিতে পাঁচ দিন ধরে চলত যাত্রাপালা অনুষ্ঠান। শুধু তাই নয় এই উৎসবকে ঘিরে চরম উন্মাদনাও লক্ষ্য করা যেত সকল এলাকাবাসী থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা থেকে আগত মানুষজনের মধ্যে। জানা গেছে এবছর তাদের রথ ও মেলা আশি বছরে পড়েছে। রথ ও মেলার আয়োজনও করা হয়েছিল।

puja |newsfront.co
নিজস্ব চিত্র

কিন্ত করোনা ভাইরাসের ফলে দেশ জুড়ে লকডাউন চলছে। তাই তাদের রথ ও মেলা এবছর বন্ধ রাখা হয়েছে বলে জানালেন মেলা কমিটির সদস্য তনু কারক। তিনি বলেন বৃহস্পতিবার কোনো ক্রমে নিয়ম রক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে রামনবমীর পুজো কেবল মাত্র পুরোহিত দিয়ে করা হয়েছে।

fastival |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হ্যান্ড স্যানিটাইজার বিলি স্বেচ্ছাসেবী সংগঠনের

কিন্তু এবছর রথ ও মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার মানুষেরা লকডাউন এর ফলে সকলে ঘর বন্দি রয়েছে।

lockdown |nwesfront.co
নিজস্ব চিত্র

তাই এলাকার মানুষের কথা চিন্তা করে আশি বছরের প্রাচীন রথ ও মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তনু কারক জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here