লকডাউনে গৃহবন্দি দেশ, দূরদর্শনে ফিরছে ‘রামায়ণ’

0
369

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আরেকবার শৈশবে ফিরে যাওয়ার সুযোগ পেতে চলেছি আজকের ত্রিশোর্ধরা। খুব মনে পড়ে, রবিবার সকাল সাড়ে ৯ টা, লেখাপড়া গুটিয়ে টিফিন সেরে বা টিফিন হাতেই বসে পড়তাম টিভির সামনে রামায়ণ দেখব বলে। ডেস্টিনেশ ডিডি ন্যাশনাল চ্যানেল।

Ramayana | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ, হনুমান, জটায়ু-এদের দেখা না পেলে গোটা রবিবারটাই মাটি হয়ে যেত। ১৯৮৭-র ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮-র ৩১ জুলাই ৭৮ টি পর্বে দেখানো হয় এই ধারাবাহিক প্রতি রবিবার সকাল সাড়ে ৯টায়। আরও মনে পড়ে, রামায়ণের শেষ পর্বের দিন খুব মন খারাপ হয়ে গিয়েছিল।

Ramayana | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শৈশব তখন রাম-সীতার গল্পেই মজে থাকত। আজকের মতো ইউটিউব, ফেসবুক, ভিডিও গেম কোত্থাও ছিল না তখন। নস্ট্যালজিয়া উস্কে দিলাম কি আপনারও?

আরও পড়ুনঃ গাইয়েদের অভিনয়ের চ্যালেঞ্জ

তা হলে বলি, আগামিকাল থেকে সেদিনের সেই রামায়ণই দেখানো হবে ডিডি ন্যাশনালে। সকাল ৯-১০ টা একটি এপিসোড এবং রাত ৯-১০ টা দেখানো হবে অন্য একটি এপিসোড।

রামানন্দ সাগর পরিচালিত এই ধারাবাহিকের সেই সময়ে ছিল দুরন্ত টিআরপি। সবথেকে বেশি সংখ্যক মানুষ তখন দেখতেন ‘রামায়ণ’।

রাম বা বিষ্ণুর চরিত্রে ছিলেন অরুণ গোভিল আর সীতার চরিত্রে দীপিকা চিখলিয়া। রামানন্দ সাগরের চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় অনবদ্য হয়ে ওঠে সেই ধারাবাহিক। লকডাউনের কবলে গৃহবন্দী অবস্থায় যখন ধুকছে আমার দেশ, তখন কেন্দ্রীয় সরকারের এহেন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here