পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করায় বেজায় চটে গিয়ে এ কি বললেন রামদেব! ভিডিও ভাইরাল নেট মাধ্যমে

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পেট্রোল-ডিজেলের মুল্য বৃদ্ধি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে বেজায় চটে গেলেন যোগগুরু রামদেব। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসল ঘটনা হল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে যোগ গুরু প্রায়ই বিজেপি-র সমর্থনে বলতেন, দেশের মানুষের উচিত এমন সরকারকে নির্বাচন করা যে ৪০ টাকায় পেট্রোল দেবে আর ৩০০ টাকায় রান্নার গ্যাস।

Baba Ramdev
বাবা রামদেব

২০১৪ -র নির্বাচনে বিপুল ভোটে জিতে দেশে বিজেপি ক্ষমতাতেও আসে, কিন্তু রামদেবের বক্তব্য অনুযায়ী পেট্রোলের দাম আর ৪০ টাকা হয়নি, রান্নার গ্যাসও ৩০০ টাকা হয়নি। যোগগুরুকেও আর এনিয়ে উচ্চ বাচ্য করতে শোনা যায়নি। ঘটনাচক্রে কার্নেলের এক সাংবাদিক রামদেবকে তাঁর পুরনো বক্তব্যের জের টেনেই পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। আর তাতে যারপরনাই অস্বস্তিতে পড়েন যোগগুরু।

শুধু অস্বস্তিতে পড়াই নয় তেলে বেগুনে জ্বলে গিয়ে সাংবাদিককে বলেন, এমন প্রশ্ন আর যেন তাঁকে না করা হয়। রামদেব বলেন, ”আমি ঠিকাদার নই যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। তখন একথা বলেছিলাম তবে এখন আর বলছি না।“ রামদেবের বক্তব্যের ভিডিও টুইট করেছেন কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি নিজেও।

আরও পড়ুনঃ সাংবাদিক রানা আয়ুবকে মুম্বাই বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা অভিবাসন দপ্তরের

শুধু এতেই থামেননি রামদেব। মোদী সরকারের হয়ে সাফাই গেয়ে তিনি বলেন, ”এখন সরকার চালাতে ট্যাক্স দিতে হবে। মুদ্রাস্ফীতি হয়েছে তাদেরও আয় বাড়াতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। আমি নিজে সন্ন্যাসী হওয়া সত্বেও দিনে ১৮ ঘন্টা কাজ করছি। অন্য মানুষও কাজ করুক আয় বাড়বে। দেশ পূর্ণতা পাবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here