নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
এবারের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দ্বিতীয়বারের জন্য সরকার গড়েছে বিজেপি। গতকাল বৃহস্পতিবার বিজেপি দ্বিতীয়বারের জন্য সরকার গড়ল এবং সেখানে দেখা গেল ৫৮ জন বিজয়ী প্রার্থী বিভিন্ন পদে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ।শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক পরপরই যোগগুরু বাবা রামদেব সংবাদ সংস্থা এএনআই এর সামনে মন্তব্য করেন ,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আর্থিক এবং সাংস্কৃতিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করবে। আজ যারা যারা শপথ নিলেন তাঁদের মধ্যে রয়েছেন অমিত শাহ,পীযূষ গোয়েল থেকে শুরু করে নীতিন গডকরির মতো মানুষ। আমি আশা করি কঠোর পরিশ্রম করে তারা সকলেই মানুষের চাহিদা পূরণ করতে পারবেন।”
পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে রামদেব বলেন,”আমি বিশ্বাস করি চাপ কাটাতে আগামী ১০ থেকে ১৫ বছর বিরোধীদের কপালভাতি করা উচিত।অনুলোম- বিলোমও করতে হবে তাঁদের।তাহলেই তারা চাপ মুক্ত হবে।”
রামদেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষের স্বীকার হয়েছে বিজেপি।পূর্বে অনেকবারই বিভিন্ন বিষয়ে পতঞ্জলির বাণিজ্যিক ক্ষেত্রে যোগগুরু রামদেবকে প্রাধান্য দেওয়া নিয়ে বিজেপিকে তুলনা করতে ছাড়েনি বিরোধীরা।এদিকে বারবারই যোগগুরু রামদেব মোদী তথা বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।এদিন মোদীর নেতৃত্বে বিজেপির দ্বিতীয়বারের মন্ত্রিসভার শপথ গ্রহণে তিনি আবারও স্পষ্ট করে দেন তার অবস্থান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584