নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
‘এদেরকে খতম করতে হবে,এদেরকে সরিয়ে দিতে হবে।’ মহিষাদলের সভাতে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক কুমার চক্রবর্তীর এহেন হুঙ্কার দেন সদ্য যোগ দেওয়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের উদ্দেশ্যে।
তার জেরে আইনি পদক্ষেপ নিল সদ্য বিজেপিতে যোগ দেওয়া পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ইটামগরা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ দাস। মহিষাদল থানায় প্রাণ সংশয়ের লিখিত অভিযোগ করল রামকৃষ্ণ দাস।
অভিযোগ গত শনিবার মহিষাদল বিধানসভার রথতলায় এক তৃণমূলের প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করেন তৃণমূলের ব্লক সভাপতি। এই বক্তব্যের ভুল মানে করছে বিজেপি বলে দাবি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিলক কুমার চক্রবর্তীর।
আরও পড়ুনঃ উনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা! মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর
ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকায়, পাশাপাশি গোটা বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে মহিষাদল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584