নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো হবে। আর তার ঠিক দু’দিন আগেই প্রকাশিত হল আমন্ত্রণপত্র। গেরুয়া থিমের ওই আমন্ত্রণপত্রে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আরও তিনজনের। তবে এই তালিকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ছোট করা হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে এমনটাই খবর।
এই তালিকায় একদম ওপরের দিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপাল দাস। ভূমিপূজোর সময় এই পাঁচজন থাকবেন মঞ্চে। ভূমিপুজোর জন্য যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে রাম লালা বা শিশু রামের ছবি আছে।
বুধবারের অনুষ্ঠানের জন্য কমবেশী ১৫০ জনের কাছে এই পত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন। কয়েক দশক ধরে বিজেপি রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এতদিনে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিত শাহ
ভূমিপুজোর দিন উপস্থিত থাকতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা আক্রান্ত হয়েছেন তিনি। রবিবার নিজেই টুইট করে একথা জানান অমিত শাহ। দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রামে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ রামমন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি তুঙ্গে! করোনা আক্রান্ত মন্দিরের পুরোহিত-সহ ১৬ পুলিশকর্মী
টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য “ভালই” ছিল, তবে “চিকিৎসকদের পরামর্শে” হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭ লক্ষেরও বেশি মানুষ। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের খবর, যারা সেখানে সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ চলছে এবং মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের সেল্ফ-আইসোলেশনে পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584