পিয়ালী দাস, বীরভূমঃ
রাতের অন্ধকারে ট্রাক্টরে দশহাজার জিলেটিন স্টিক এবং দুহাজার ডিটোনেটর পাচার হচ্ছে গোপন সূত্রে, এমনই খবর আসে রামপুরহাট থানায়।
সাথে সাথে রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢালাই পাথলা এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশকে দেখে ট্রাক্টরের চালক এবং একজন মোটরবাইক আরোহী বিস্ফোরক ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের
বিস্ফোরক ভর্তি ট্রাক্টরটি পুলিশ বাজেয়াপ্ত করে রামপুরহাট থানায় নিয়ে আসে। ইতিমধ্যে ট্রাক্টর চালক এবং ওই মোটর বাইক আরোহীর খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে পাশেই ঝাড়খন্ড এবং ঐসব এলাকায় অনেক পাথর খাদান রয়েছে।
এই জিলেটিন স্টিক এবং ডিটোনেটর বড় বড় পাথর ভাঙার ক্ষেত্রে ব্যবহার হয়, অনেকেই ঘুরপথে কম দামে বিস্ফোরক কেনে। তদন্ত করে দেখা হচ্ছে জিলেটিন স্টিক এবং ডিটোনেটর গুলি কোথায় পাচার হচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584