ওয়েব ডেস্ক, মুম্বাইঃ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও লেখিকা রানা আয়ুব করোনা আক্রান্ত। এদিন টুইটে রানা তাঁর আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
রক্তে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। তাঁর পরিচিতরা নভি মুম্বাইতে সব হাসপাতালে যোগাযোগ করছেন যাতে একটি বেড পাওয়া যায়, এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে বেডের খোঁজ চলছে।
I have tested positive for COVID 19 after my oxygen levels dipped last night. Have alerted my relief team and all those who have been in touch with me. Still looking for a hospital bed to be admitted in Navi Mumbai
— Rana Ayyub (@RanaAyyub) September 9, 2020
রানা তাঁর তদন্ত মূলক সাংবাদিকতা ও সর্বাধিক আলোচিত গুজরাট ফাইলস-র বইয়ের কারনে টার্গেট হয়েছেন বলে অভিযোগ করেছেন। রানার অভিযোগের তীর ছিল বিজেপি এবং সহযোগী অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ দুর্বৃত্তে ভরে গেছে বিজেপির আইটি সেল, অভিযোগ সুব্রমনিয়ম স্বামীর
সোশ্যাল মিডিয়াতে তাকে ধর্ষণ ও মেরে ফেলার হুমকি, তাঁর ছবি অশালীন ভিডিওতে জুড়ে দিয়ে হেনস্থা করা এই ধরনের বিভিন্ন আক্রমনের শিকার হয়েছেন বলে তিনি জানিয়েছিলেন।
মুম্বাইয়ে করোনা পরিস্থিতিতে তিনি ও তাঁর স্বেচ্ছাসেবী দল যাঁরা সকলেই সমাজকর্মী, বিভিন্নভাবে করোনা আক্রান্তদের পাশে থেকেছেন। ত্রাণের ব্যবস্থা করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে সরব হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584