নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
দেখতে দেখতে চারটি বছর পার করল ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি। পার করেছে ১৩০০-র বেশি পর্ব। শুরুর দিন থেকে স্লট লিডার হয়ে থেকেছে এই ধারাবাহিক। সেরা পাঁচের মধ্যে থেকেছে বরাবর।
আর এই ধারাবাহিকের প্রাণকেন্দ্রে রয়েছেন যে মানুষটি তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। ধারাবাহিকে এবার তাঁর বিদায়ের সুর বেজেছে। মৃত্যুশয্যায় রানী মা। ৪ জুলাই রানী মায়ের জীবনাবসান পর্ব দেখবে দর্শক।
মাত্র ১৫ বছর বয়স থেকে রানী মায়ের চরিত্রে দিতিপ্রিয়া রায়৷ ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যেই তিনি কখনও কারো স্ত্রী হয়েছেন, কখনও কারো মা, কখনও শাশুড়ি আবার কখনও কারো দিদিমা। আর আমজনতার তিনি রানী মা।
শেষ দিনের শুটিঙে এসে ভেসে গিয়েছে তাঁর চোখ। সময় পেলে ধারাবাহিকের টেলিকাস্ট দেখেন নিয়মিত। নইলে জি ফাইভে দেখে নেন। আগামীতেও দেখবেন এই ধারাবাহিক। এমনটাই জানিয়েছেন রানী মা, দিতিপ্রিয়া রায়। কথা দিয়েছেন চার বছর আগের দিতিপ্রিয়ার সঙ্গে চার বছর পরের দিতিপ্রিয়ার কোনও পার্থক্য হবে না। আগামী দিনেও সকলকে এই ধারাবাহিকের পাশে থাকার আবেদন জানিয়েছেন দিতিপ্রিয়া রায়।
আরও পড়ুনঃ টেলিভিশনে আসছে আশাপূর্ণা দেবীর ‘শশীবাবুর সংসার’
রানী মা’র মৃত্যুর পরেও কি এই ধারাবাহিক চলবে নাকি বন্ধ হয়ে যাবে তা নিয়ে কদিন আগে প্রশ্ন জাগে আমজনতার মনে। তাদেরকে বলি, রানী মা’র মৃত্যুর পরেও চলবে এই ধারাবাহিক। রানী মা’র বিশাল সাম্রাজ্য কি অত সহজে ভেঙে চুরমার হয়ে যেতে পারে? হবেও না কখনও।
আরও পড়ুনঃ বিনোদন জগতে পরিবর্তন নিয়ে আসছে ‘সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল’
রানী মা’র মৃত্যু পর্ব দেখানোর পর ধারাবাহিক চলবে ‘করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব’ নামে। ৫ জুলাই থেকে শ্রী শ্রী রামকৃষ্ণের জীবননামা দেখবে দর্শক। সারদা মায়ের মহিমাও দেখবে দর্শক। ‘করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব’, দেখুন সন্ধে সাড়ে ৬ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584