রাজনীতির যুদ্ধে বাবার পরাজয়ে পাশে থাকলেন ক্রীড়া ক্ষেত্রে রাজনীতি রোখার লড়াইতে জয়ী ছেলে

0
59

শুভশ্রী মৈত্র, ওয়েবডেস্কঃ

ছবি সৌজন্যে:ইন্ডিয়ান এক্সপ্রেস

শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের হাতে যখন পদত্যাগ পত্র তুলে দেন তিনি সেই ছবি টুইটারে পোস্ট করেন অমরিন্দর সিং-এর পুত্র রনিন্দর সিং।

বাবার মুখ্যমন্ত্রীত্ব যখন টালমাটাল পরিস্থিতিতে, ছেলে রনিন্দর তখন জাতীয় রাইফেল সংস্থার প্রধান হওয়ার ভোটে লড়াই করছেন। তবে ভোট প্রক্রিয়ায় রনিন্দর নিজে উপস্থিত থাকতে পারেননি কারণ বাবার পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন। এবং জিতেওছেন নিজের লড়াইটা। দুপুর ১টা নাগাদ রনিন্দর ভোটকক্ষ ছেড়ে পৌঁছে যান বাবা অমরিন্দর সিং-এর পাশে। ঘটনা প্রবাহ এমন দাঁড়ায় যে আর সেখান থেকে আর ফিরে যেতে পারেননি।

কনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী শ্যাম সিং যাদবকে ৫৬-৩ ব্যবধানে হারিয়ে এদিনের ভোটে জিতেছেন অমরিন্দর পুত্র রনিন্দর। ভোটে জেতার পরে রনিন্দর জানান যে, এই ভোট ছিল জাতীয় ক্ষেত্রের সমস্ত নিয়ম রক্ষা করার। একেবারেই গদি দখলের ভোট নয় এটা। জাতীয় ক্রীড়া ক্ষেত্রের মধ্যে যাতে না এসে পড়ে, তাই নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজন ছিল এই লড়াই জেতার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here