শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আগামী ১১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে শুরু হবে মনিপুর বনাম বিহারের রঞ্জি ম্যাচ। সেই উপলক্ষে বালুরঘাট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে প্রথমবারের মতো রঞ্জি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বালুরঘাট তথা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে ক্ষতির মুখে আলুচাষিরা
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামের পিচ দেখে খুশি দুই দলের প্লেয়াররা। গতবছর দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রথমবারের মতো কোচবিহার ট্রাফিক ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত করার কারণে বিসিসিআই প্রথমবারের মতো বালুরঘাট স্টেডিয়ামকে রঞ্জি ভেনু হিসেবে পছন্দ করেছে।
আরও পড়ুনঃ ব্রিজ তৈরির আশ্বাস এলাকাবাসীদের, মৃদুলের মুখ চেয়ে অপেক্ষারত তুরতুরির জনসাধারণ
দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্তাব্যক্তিদের আশা এই রঞ্জি ম্যাচ সফলতা অনুষ্ঠিত করতে পারলে তারা আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের কোনো একটি দলের হোম গ্রাউন্ড হিসেবেও বিবেচিত হতে পারেন। সেই লক্ষ্যেই বাড়তি উন্মাদনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্তাব্যক্তিরা।
দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের আশা এই ধরনের সর্বভারতীয় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার ফলে দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেট একটি অন্য জায়গায় পৌঁছে যাবে।
আগামী দিনে দক্ষিণ দিনাজপুর থেকেও আমরা রঞ্জি প্লেয়ার কিংবা ভারতীয় দলের প্লেয়ার পাব বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেটপ্রেমী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584