নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
একদিকে যখন হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ডে উত্তাল হয়ে পড়েছিল গোটা দেশবাসী, অবশেষে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে এনকাউন্টারে মৃত্যু হয় ৪ জন অভিযুক্ত। সেখানে অনেকটা আনন্দিত হয়েছিল গোটা দেশবাসী। সেখানেই রাজ্যের ২০১৩ সাল থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করে এখনও দোষীরা শাস্তি পায়নি। অবশেষে ধর্ষনের সুবিচার চেয়ে ধর্ণার বসলেন এক নিগৃহীতা মহিলা। ধর্ষিতা মহিলার স্বামী একজন পুলিশকর্মী।
সোমবার সন্ধ্যা থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমা শাসক দপ্তরের সামনের ধর্ণার বসলেন।ওই মহিলা পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ ফেটে পড়েন।
আরও পড়ুনঃআইএনটিটিইউসির নাম করে তোলাবাজির অভিযোগ
ঘটনাটি ঘটছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বলিহারপুর গ্রামে। ২০১৩ সালের শ্বশুরবাড়িতে ভাসুরের হাতে ধর্ষনের শিকার হয় ওই মহিলা। এই ঘটনার স্বামী হাতে হেনস্থা শিকার হয়। তারপরে এই ঘটনার থানার অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি মামলার দায়ের করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584