নজরদারি চালাতে র‍্যাপিড টেস্ট চালু কেরালায়, করোনা মোকাবিলায় আশার আলো

0
195

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

সম্ভাব্য করোনা সংক্রমণ চিহ্নিত করতে কেরালা শুরু করল র‍্যাপিড টেস্ট। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে কাসাড়গড় পাথানামথিট্টা জেলায় সেই পরীক্ষা শুরু হবে। দীর্ঘদিন ধরেই র‍্যাপিড টেস্ট শুরুর দাবি তোলা হচ্ছিল, অবশেষে শনিবার আইসিএমআর( ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) অনুমতি দেয়।

rapid test for corona | newsfront.co
প্রতীকী চিত্র

র‍্যাপিড টেস্টের ক্ষেত্রে লালা রসের নমুনা নয় পরীক্ষা করা হয় রোগীর রক্তের নমুনা। যা বেশি এলাকা জুড়ে যেমন করা যায় তেমনি সস্তা। একইসাথে র‍্যাপিড টেস্টে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। বর্তমানে করোনার রিপোর্ট হাতে পেতে এক থেকে দেড় দিন সময় লাগে কিন্তু র‍্যাপিড টেস্টে লাগবে দুই ঘন্টা।

নমুনা সংগ্রহ করতে পারবেন নার্সরাই কিন্তু সোয়াবের নমুনা সংগ্রহের প্রয়োজন হয় বিশেষজ্ঞের। এতো সুবিধা থাকলেও র‍্যাপিড টেস্টের রিপোর্ট চুড়ান্ত নয় মত বিশেষজ্ঞদের। এই টেস্টের ফলে সম্ভাব্য করোনা বাহককে দ্রুত আলাদা করা সম্ভব।

করোনা চিহ্নিত করনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে ‘পরীক্ষা-পরীক্ষা-পরীক্ষা’ নিয়ম মেনে চলতেই এই পদ্ধতি। র‍্যাপিড টেস্টের ফলে নজরদারি বাড়বে। যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও যারা বাইরে থেকে এসেছেন তাদের বাইরেও নতুন সংক্রামিতকে চিহ্নিত করা যাবে।

সম্ভাব্য গোষ্ঠী সংক্রমণ রোখার নজরদারির ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে নিজেদের নিয়ে যাচ্ছে কেরলা। কেরালায় কমপক্ষে দুটি রুগী পাওয়া গেছে যারা করোনা আক্রান্তের সংস্পর্শে আসেনি বা কোয়ারেন্টাইনও করা হয়নি। আমেরিকা ইতালি ব্রিটেনের মতো করোনা আক্রান্ত দেশগুলি যা পারেনি পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখতে সেই নীতি নির্ধারনের কাজটি করতে পারে কেরালা, যা করোনা মোকাবিলায় আশার আলো জুগিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here