বিরল নজির কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, উপাচার্য-সহ উপাচার্যের দ্বন্দ্ব পৌঁছালো হাতাহাতির পর্যায়ে

0
54

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বিরল ঘটনার সাক্ষী থাকল কল্যাণী বিশ্ববিদ্যালয়। শুক্রবার উপাচার্য এবং সহ উপাচার্যের সংঘাতে অচলাবস্থার সৃষ্টি হল বিশ্ববিদ্যালয়ে। ঘটনার জেরে উপাচার্যের ঘরের বাইরে ধরনায় বসে অসুস্থ হয়ে পড়েন সহ-উপাচার্য। পরস্পর পরস্পরের বিরুদ্ধে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ এনেছেন।

সংবাদ চিত্র

আজকে সহ উপাচার্য গৌতম পাল উপাচার্য শঙ্কর ঘোষের বিরুদ্ধে রেজিষ্ট্রার দেবাংশু রায়কে আইন ভেঙে ছুটিতে পাঠিয়ে অবৈধ উপায়ে নতুন নিয়োগের অভিযোগ এনেছেন। একই সাথে গৌতম বাবু, বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজের বসার কোন ঘর নেই অভিযোগ করেছেন। সহ উপাচার্যের দাবি, নতুন নিয়োগকৃত পদে পূর্বের নিযুক্ত ব্যক্তিকেই পূর্ণবহাল রাখতে হবে।

অভিযোগ অস্বীকার করে উপাচার্য শঙ্কর ঘোষ জানান যে, নিয়ম মেনেই তিনি সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। বেআইনি তিনি কিছু করেন নি।
বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তার এই কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। উপাচার্যের ভূমিকার প্রতিবাদে সহ উপাচার্য এবং রেজিষ্ট্রার তাঁর ঘরের বাইরে ধরনায় বসেন। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here