শততম ক্লাবে রশিদ খান

0
88

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেটের অধিকারী হলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আফগানিস্তানের এই ডানহাতি লেগ স্পিনার বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিন বলার। মাত্র ৫৩ টি আন্তর্জাতিক ম্যাচে ১০১ টি উইকেট নিয়েছেন, গড় ১২.২২ বেস্ট বোলিং তিন রানে ৫ উইকেট আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে গ্রেটার নয়ডা ক্রিকেট গ্রাউন্ডে।

Afganistan player Rashid Khan

তিনি পুনরায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুন ক্রিকেট গ্রাউন্ডে ৫ উইকেট নেন মাত্র ২৭ রানের বিনিময়ে। সেই সময় আফগানিস্তান দলের হোম গ্রাউন্ড ভারত ছিল। অপরদিকে ব্যাটিংয়ে তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১৭৯ রান করেন, সর্বোচ্চ রান ৩৩ ব্যাটিং গড় ১৩.৭৬। ক্যাচ নিয়েছেন মাত্র কুড়িটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে বুলবায়োতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন ওই ম্যাচে একটি মাত্র পান, রশিদ খান সিকান্দর রাজাকে আউট করেন।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে বড় ব্যাটের উন্মোচন

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেটের অন্যতম তারকা রশিদ খান। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি লিগ যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এই ডানহাতি লেগ স্পিনার। আইপিএল, বিপিএল থেকে বিগ ব্যাশ, সিপিএল থেকে পিএসএল ও কাউন্টি ক্রিকেট তার জাদু অম্লান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here