করোনা যুদ্ধে ৫০০কোটি টাকা অনুদানের অঙ্গীকার রতন টাটার

0
90

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

করোনা সংকটে ৫০০ কোটি টাকা দানের অঙ্গীকার করলেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা।

ছবি সংগৃহীত

করোনা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়, চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদান, শ্বাস-প্রশ্বাস সম্বন্ধীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান, করোনা সম্বন্ধীয় স্বাস্থ্যকর্মী ও সাধারন জনগনের জন্য বিভিন্ন ওয়ার্কশপের জন্য এই ফান্ড খরচ হবে বলে সংবাদ সংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে।

এক বিবৃতিতে রতন টাটা মন্তব্য করেছেন,”ভারতবর্ষ সহ সমগ্র পৃথিবীই এখন গভীর চিন্তায়, একইসঙ্গে প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার। টাটা ট্রাস্ট এবং টাটা গ্রপ অফ কম্পানিজ অতীতের ন্যায় দেশের প্রয়োজনে এগিয়ে এসেছে। অন্য যেকোনো সময় থেকে এই মুহূর্তের প্রয়োজনে সবথেকে বেশি।”

ইতিমধ্যে দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত মোট করোনা পজিটিভ ৯১৮ জনের। এরমধ্যে শুধু শনিবারেই সংক্রমিত হয়েছেন ৮৪ জন।

শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ইতিমধ্যে করোনা থাবায় মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়েছেন ৭৯ জন। আজ কেরলে করোনা থাবায় মৃত্যু হয়েছে একজনের যিনি সম্প্রতি দুবাই থেকে ফিরেছিলেন।

করোনা সংক্রমনের দিক থেকে এখনও পর্যন্ত এগিয়ে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত। তারপরেই কেরল, সংক্রমণের সংখ্যা ১৪৯। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয় আর বাকি ৪৭ জন বিদেশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here