নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হাসপাতালে প্রসবের হার বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে, কমেছে শিশু মৃত্যুর হার। ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভের প্রকাশিত সমীক্ষা রিপোর্ট থেকে এই তথ্য জানা যায়। এই রিপোর্ট থেকে আরও জানা যায়, উল্লেখযোগ্য উন্নতি হয়েছে প্রসূতি এবং শিশু স্বাস্থ্যে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের অধীন ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভের পঞ্চম পর্যায়ের সমীক্ষায় (২০১৯-২০) প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলায় হাসপাতালে প্রসবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯১.৭% যা চতুর্থ পর্যায়ের রিপোর্টে (২০১৫-১৬) প্রকাশিত তথ্য অনুযায়ী ছিল ৭৫.২%।
শিশুমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২২(প্রতি ১০০০) এ, যা ছিল ২৭.৫; পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে শিশু মৃত্যুর হার ছিল ২১ ও গ্রামাঞ্চলে ২২.৪, তা থেকে এই অবধি উন্নতির হার দেশের মধ্যে উল্লেখযোগ্য।
আরও পড়ুনঃ দাবি আদায়ে অনশনে কৃষকরা, সিদ্ধান্তে অনড় কেন্দ্রও
লিঙ্গ অনুপাতের হারেও (শিশুকন্যা, প্রতি ১০০০ পুত্র) উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে; ৯৬০ থেকে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩-এ। গ্রামাঞ্চলে তা ছিল ৯৯৩ এবং ৯২১ ছিল শহরাঞ্চলে।
আরও পড়ুনঃ ২০২১ বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট!
২০-২৪ বছর বয়সী মহিলা, যাঁরা ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহিত হয়েছেন তার পরিমান ৪১.৬%, যা গ্রামাঞ্চলে ছিল ৪৮.১% এবং ২৬.২% শহরাঞ্চলে। ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভের পঞ্চম পর্যায়ের রিপোর্ট অনুযায়ী, মহিলা ও শিশুদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া অসুখটির দিকে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
রিপোর্টে প্রকাশ ছয় মাস থেকে একবছর বয়সী শিশুদের মধ্যে অ্যানিমিয়ার হার ৫৪.২% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯-এ। রক্তাল্পতায় আক্রান্ত প্রসূতিদের হার ৫৩.৬% বেড়ে ৬২.৩% এ দাঁড়িয়েছে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে অ্যানিমিয়াতে ভুগছেন ৭১.৪% যা ছিল ৬২.৫%, আগের রিপোর্ট অনুযায়ী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584