ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
রথে চেপেই বাংলা দখলের প্ল্যান বিজেপি’র।১৯৯০ সালেও বিজেপি রথযাত্রা’র আয়োজন করেছিল।সেই রথযাত্রা নিয়ে বিতর্ক কম হয়নি-হিংসা ছড়ায় দেশের এক বৃহদাংশে।শেষ পর্যন্ত লালু প্রসাদ যাদব রুখে দাঁড়ান।এমনকি গ্ৰেফতার করা হয় তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানিকে।তবে বিজেপির রাজনৈতিক পরিচিতি তখন থেকেই বাড়তে শুরু করে।
নরেন্দ্র মোদী,অমিত শাহ,যোগী আদিত্যনাথ,সর্বানন্দ সোনোয়াল,বিপ্লব দেব’এর মত বড় বড় এবং বিতর্কিত নাম উঠে আসছে বিজেপির রথযাত্রার পরিকল্পনায়।বিজেপি সূত্রে জানা গেছে যে এই রথযাত্রার সূচনা করবেন স্বয়ং অমিত শাহ তারাপীঠে পুজো দিয়ে।রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পরপর সম্পন্ন করে তিনটি রথ পৌঁছাবে কোলকাতায়।সেখানে নরেন্দ্র মোদীর সভা দিয়ে পরিসমাপ্তি ঘটবে এই রথযাত্রার।
উল্লেখ্য,পথিমধ্যে যেখানে রথ থামবে সেখানেই জমায়েত ও সভা করার পরিকল্পনা আছে তাদের।
আরও পড়ুনঃ খুনের অন্যতম সাক্ষীকে মাথা থেঁতলে খুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584