নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রথের দিনে রথের মেলায় ঢুঁ মারা, রাস্তায় বেরিয়ে পাপড় ভাজা খাওয়া, তেলে ভাজা খাওয়া– এই হল উৎসব প্রিয় বাঙালির তথা উৎসব প্রিয় জনতার ‘রথ সেন্টিমেন্ট’। দু’বছর ধরে এই সেন্টিমেন্টে লাগাম টেনেছে জনতা। কারণটা অজানা নয় কারো। শিশুরা রথ সাজাচ্ছে বটে, বেশিদূর এগোতে পারছে না তা নিয়ে৷ নিজের আত্মীয়ের বাড়িতে গিয়েও রেখে আসতে পারছে না সাধের সুসজ্জিত রথ৷…

বলতে দ্বিধা নেই, যে কোনও উৎসব অনুষ্ঠানে টেলিভিশন নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে নারাজ। দুর্গাপুজো হোক বা কালীপুজো, রাখী বন্ধন, নববর্ষ সবেতেই রঙিন করে তোলে ফিকশনগুলিকে। বাদ পড়ে না রথযাত্রাও। এবারও তেমনই কিছু চমক রয়েছে দর্শকের জন্য।

রথের দিনে আজ টিভির পর্দায় রয়েছে বিপুল আয়োজন। রথযাত্রার আনন্দে মেতে উঠবে অপু, মিঠাই, সিদ্ধার্থ, শ্যামা। নাম গুলো দেখে বোঝাই যাচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলের ধারাবাহিকগুলিকে সাজানো হয়েছে রথের রঙে৷
এক ঘণ্টার মহাপর্ব রয়েছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে। রথের দিনে অপু উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার রথকেন্দ্রিক অশান্তি থামাতে এক দারুণ ভূমিকা পালন করে। প্রোমো খানিকটা আভাস দিলেও পুরোটা জানতে হলে দেখতে হবে এক ঘণ্টার মহাপর্বটি।

ওদিকে রথের দিনে ‘মিঠাই’তেও রয়েছে দারুণ চমক। সিদ্ধার্থ মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে মানে তা জানায় সকলকে। বাকিটা গুপ্ত থাক।
আরও পড়ুনঃ শ্রীজাতর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে দেখা যাবে শ্যামা নিখিলকে বাঁচাতে ফের ঝুঁকি নেয়। সব ঘটনার মধ্যেই থাকবে রথযাত্রার ভূমিকা। তাই টিভির পর্দায় আজ একটি ধারাবাহিকও মিস করলে চলবে না।
আরও পড়ুনঃ শিলাদিত্য মৌলিকের হিন্দি ছবিতে সুদীপ্তা চক্রবর্তী ও গুলশনারা খাতুন
ওদিকে পুরীর রথযাত্রার লাইভ সম্প্রচার দেখাচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলটি। গান গাইবেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা এবং সারেগামাপা খ্যাত অঙ্কিতা, সমদীপ্তা, অর্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584