উত্তরকন্যা ইঁট কাঠ বালির স্তূপ, বালুরঘাটে কটাক্ষ রথীনের

0
71

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের পিঠে ছুরি মেরেছে”, আজ এই ভাবেই বালুরঘাট শহরে একটি সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রথীন বসু।

rathin basu | newsfront.co
সাংবাদিক সম্মেলনে রথীন বসু ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি তিনি আরও বলেন উত্তরকন্যা মিনি সেক্রেটারিয়েট এখন শুধুমাত্র একটি ইট-কাঠ বালির স্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে এইমস্ তুলে নিয়ে যাওয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন রথীন বসু।

morning walk | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া আমপান দুর্নীতি নিয়েও তিনি রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েননি এই বিজেপি নেতা। যদিও এই সাংবাদিক সম্মেলনের আগে রথীন বসু বালুরঘাট শহরে প্রাতঃভ্রমণের সময় “চায়ে পে চর্চা” তে মিলিত হন সাধারণ মানুষের সাথে।

tea adda | newsfront.co
‘চায়ে পে চর্চা’য় যোগদান ৷ নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় সাফল্যের খোঁজে এই ভাবেই কোমর বেঁধে নেমেছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ শুভেন্দু বাবু একজন ভাল নেতা, বিজেপিতে এলে ভালো হবে! হলদিয়াতে মন্তব্য ভারতী ঘোষের

আর তারই উত্তাপ লাগতে শুরু করেছে বালুরঘাট শহরে । বিধানসভা ভোট যত এগিয়ে আসবে এই উত্তাপ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here