নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গরিব মানুষদের প্রাপ্য রেশনের চাল না দেওয়ার অভিযোগে গ্রেফতার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের এক রেশন ডিলার। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোহালডাঙা অঞ্চলের মেটালা এলাকার রেশন ডিলার সঞ্জয় ঘোষকে এদিন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
গড়বেতা ২ নং ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেটালা এলাকার ২০ জন গরিব মানুষের বরাদ্দকৃত চাল মার্চ মাসে না দিয়েই উচ্চস্তরে দেওয়া হয়েছে বলে রিপোর্ট পাঠিয়েছিলেন ওই ডিলার। চলতি এপ্রিল মাসেও চাল না পাওয়ায় ব্লক প্রশাসনের কাছে বৃহষ্পতিবার লিখিত অভিযোগ জানান এই ২০ জন রেশন গ্রাহকরা।
আরও পড়ুনঃ বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ মাদারিহাটবাসীরা
এদিনই তৃণমূলের ব্লক সভাপতি ভাষ্কর চক্রবর্তীর উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে ও খাদ্য কর্মাধ্যক্ষ সুমিত্রা দে কুণ্ডু ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা যাচাই করে কড়া পদক্ষেপ করেন বিডিও সোফিয়া আব্বাস।
এদিন বিকেলেই অভিযুক্ত ডিলার সঞ্জয় ঘোষকে গোয়ালতোড়ে ব্লক অফিসের সামনে থেকে গ্রেফতার করে গোয়ালতোড় থানার পুলিশ। এবিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি ভাষ্কর চক্রবর্তী বলেন, “রাজ্য সরকার গরিব মানুষদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে রেশনে চাল দিচ্ছে, সেই রেশন নিয়ে কোনও ডিলারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠলে এরকমই কড়া পদক্ষেপ করা হবে, অভিযুক্তের ডিলারশিপও বাতিল করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584