নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশানুযায়ী রেশন কার্ড না থাকলেও মিলবে বিনামূল্যে রেশন সামগ্রী। শুধু তাই নয় সরকারি অন্যান্য সাহায্যের ক্ষেত্রেও সব রকম সাহায্য করা হবে তাদের।
রাজ্য প্রশাসনের প্রধানের নির্দেশের পরেও ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া বাবুপাড়া এলাকায় প্রায় ৩০টি পরিযায়ী শ্রমিকের পরিবার অনাহার-অর্ধাহারেই দিন কাটাচ্ছে। নাগরিক পরিচয় পত্র ছাড়াও রেশন কার্ডের জন্যে আবেদন করার নির্দিষ্ট প্রমাণ পত্র থাকলেও তাদের রেশন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাচ্ছেন না অন্য কোনও সরকারি সাহায্যও।
আরও পড়ুনঃ করোনা আবহে প্রানের ঝুঁকি নেওয়া সমাজকর্মীদের সামগ্রী বিতরণ গণজাগরন মঞ্চের
গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা শুনেছিলেন, যাদের রেশন কার্ড হয়নি তাদের কুপনের ভিত্তিতে দেওয়া হবে রেশন। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে প্রশাসন কিংবা পঞ্চায়েত কোন কথা শুনছে না। একাধিকবার পঞ্চায়েত প্রধান, মেম্বারকে বলা সত্ত্বেও তারা রেশন পাচ্ছেননা।
ওই গ্রামের ৩০ টি পরিবার বারবার রেশনের সেই কুপন পাওয়ার জন্যে পঞ্চায়েতে ধর্না দিয়েও শূণ্য হাতেই ফিরে এসেছে বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584