Duare Ration: দুয়ারে রেশন মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ডিলাররা

0
94

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

বুধবার থেকে চালু হয়েছে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ট্রায়াল। রাজ্যের ১৫ শতাংশ রেশন ডিলারদের এই পাইলট প্রজেক্টের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে খাদ্যদফতর। তবে এই পাইলট প্রজেক্টে প্রথম থেকেই মত ছিল না বেশ কয়েকজন রেশন ডিলারের। রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দেওয়া মাত্রই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন রেশন ডিলার।

Duare ration
ছবি সৌজন্যে : টাইমস অফ ইন্ডিয়া

কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে নিজেদের দাবিতে অনড় রেশন ডিলারদের একাংশও। তাই এবার ‘দুয়ারে রেশন’ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারী রেশন ডিলাররা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণও করেছে। তবে, এই মামলায় জরুরি শুনানির আরজি খারিজ করেছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষ

মামলাকারী রেশন ডিলারদের অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ায় ডিলারদের উপর চাপ বেড়েছে। গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দিতে হচ্ছে ডিলারদের। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত লোকজনও নেই রেশন ডিলারদের হাতে। এসব কিছুই সরকারের জানা। কিন্তু তা স্বত্ত্বেও সরকারের কাছ থেকে কোনও সাহায্যই পাচ্ছেন না রেশন ডিলাররা।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে তলব সিবিআই-এর

সরকারের তরফে রেশন আইনে কোনওরকম পরিবর্তন করা হয়নি বলেও অভিযোগ ছিল রেশন ডিলারদের। আর এই দাবিগুলো নিয়েই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে গিয়েছিলেন কয়েকজন রেশন ডিলার। বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই রায়ে সন্তুষ্ট নন ডিলাররা। বিচারপতি অমৃতা সিংয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে এবার ডিভিশন বেঞ্চে আবেদন করেন তাঁরা। যদিও কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করলেও জরুরি শুনানির আরজি খারিজ করেছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here