ফেসবুকে বিজেপি প্রভাব সরব রাহুল, পাল্টা টুইট রবির

0
36

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাহুল গান্ধী ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ফেসবুকের হেট স্পিচ রিপোর্ট নিয়ে দ্বর্থহীন ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। ওয়াল স্ট্রিট জার্নালে একটি বিস্ফোরক রিপোর্ট বেরোয় ভারতে ফেসবুকের হেট স্পিচ ছড়ানো পেজগুলি নিয়ে।

Rahul gandhi | newsfront.co
রাহুল গান্ধী। ফাইল চিত্র

রিপোর্টটিতে বলা হয় ভারতে ফেসবুক, হোয়াটস্যাপ থেকে যেভাবে ফেক নিউজ ও হেট স্পিচ ছড়ানো হয় বিজেপি বা আরএসএস থেকে তা ফেসবুক মুছতে পারে না কারণ তাতে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে ভারতে। ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি হেড আঁখি দাস এমনই নির্দেশ দিয়েছেন তাঁর অধস্তন কর্মীদের।

রাহুল গান্ধী এই সংবাদের সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করেন যে বিজেপি, আরএসএস ভোটারদের এই ভাবেই ফেক নিউজ ও হেট স্পিচের মাধ্যমে প্রভাবিত করে থাকে সোশ্যাল মিডিয়া মারফত।

এর উত্তরে বিজেপির রবিশঙ্কর প্রসাদ টুইট করেন কংগ্রেস কারুর ওপরেই প্রভাব বিস্তার করতে পারেনা , সে জনগণ বা তাদের নিজের দলই হোক না কেন। এই কারণেই সবসময় ভাবে বিজেপি আরএসএস সব কিছুর ওপর তাদের প্রভাব খাটিয়ে চলেছে।

আরও পড়ুনঃ বিজেপির ঘৃণা ছড়ানো আটকাবে না ফেসবুকঃ ওয়াল স্ট্রিট জার্নাল

যদিও ফেসবুকের তরফে এন্ডি স্টোন জানিয়েছেন আঁখি দাস এমন কিছুই করেননি, রিপোর্ট হওয়া চারটি পেজ ফেসবুক মুছে দিয়েছে, তার মধ্যে বিজেপি বিধায়ক টি রাজা সিং-এর পোস্টটি অন্যতম, টি রাজা সিং যদিও পোস্টের দায় স্বীকার করেননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here