গোলাপি বল ভয় করছেন না শাস্ত্রী

0
80

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

২০১৫ সালে শুরু হয় প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরু হওয়ার পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া খেলেছে সাতটি টেস্ট সেখানে, জিতেছে সবকটিতেই। সেখানে ভারত গত বছর একটিই মাত্র গোলাপি বলের টেস্ট খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। ফলে অ্যাডিলেডে প্রথম টেস্টে খানিকটা হলেও বিরাট কোহলির দলের চেয়ে এগিয়ে থাকবেন টিম পেইনরা।

ravi shastri | newsfront.co

 

তবে এই বিষয়ে চিন্তিত নন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বরং ভারতীয় বোলিং অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলবে গোলাপি বলে বলেই মনে করেন তিনি।

আরও পড়ুনঃ বাবা মারা যাওয়ার পর সাহস দেন বিরাটঃ সিরাজ

শাস্ত্রী বলেছেন, “এটা ঠিক যে, গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতায় আমরা পিছিয়ে রয়েছি। অস্ট্রেলিয়ার থেকে আমরা মাত্র একটি টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি এবার অস্ট্রেলিয়া দ্বিগুন শক্ত প্রতিপক্ষ আমি ছেলেদের বলেছি ক্রিকেট উপভোগ কর বেশি ভেব না নিজেরা পারবে এই মানসিকতা রাখ।

স্কোরবোর্ডে বড় রান বা ছোটো রান থাকুক আমাদের বোলিং যে কোনো ব্যাটিংকে বেকায়দায় ফেলবে আর গোলাপি বল তো সুইংও করে তাই আমরা গোলাপি বলকে ভয় পাব না। আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়া সেরা দল এটা স্বীকার করতে হবে কিন্তু আমাদের শামি, বুমরাহ কারোর থেকে কম নয়।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here