অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতের ইতিহাস ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নেয় রাহানে অ্যান্ড কোং। এমন ইতিহাস তরুণ ভারত করলো তবে কোচ রবি শাস্ত্রী যাকে ভারত হারলে সব চেয়ে বেশি ট্রোল হয় তিনি কিন্তু ড্রেসিং রুমে দলকে উদ্বুদ্ধ করলেন ৷
তিনি দলের উদ্দেশ্য বলেন, “আমার চোখে জল এসেছিল। যে সাহস তোমরা দেখিয়েছ, তা অবিশ্বাস্য। একের পর এক চোটের পরেও নিজেদের ওপর থেকে বিশ্বাস না-হারিয়ে লড়াই করে গিয়েছো ৷ এটা একদিনে হয় না৷ ৩৬ রানে অল-আউট হওয়ার পরও নিজদের উপর থেকে বিশ্বাস হারাওনি৷”
আরও পড়ুনঃ তার জীবনের অন্যতম সেরা দিন ভারতকে জিতিয়ে বলছেন পন্থ
এরপর শাস্ত্রীয় বচন, “আজ শুধু ভারত নয়, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে। এই মুহূর্তটাকে উপভোগ কর। এই সময়টা নষ্ট কর না৷ যতটা পারো উপভোগ কর৷” ক্রিকেটারদের পাশাপাশি ভারতের এই জয়ের পিছনে শাস্ত্রী তুলে ধরেন সাপোর্ট স্টাফ, ফিজিওদের ভূমিকাও।
আরও পড়ুনঃ ভারতকে অভিনন্দন আক্রম, আফ্রিদির
১৯৮৮ সালের পর ব্রিসবেনে প্রথমবার টেস্ট হারল অস্ট্রেলিয়া ৷ সেই বিষয়ে শাস্ত্রী বলেন দলকে,”অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো সব থেকে কঠিন আর আরও কঠিন গাব্বাতে হারানো, সব চেয়ে কঠিন আডিলেডে হারের পরে তোমরা দারুন ভাবে ফিরলে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584