নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কোভিডে আক্রান্ত হলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। আক্রান্ত হয়েছেন দলের আরও ৩ জন সাপোর্ট স্টাফ। আপাতত রয়েছেন আইসোলেশনে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, ‘‘চিকিৎসকরা কোচ রবি শাস্ত্রী, ফিল্ডিং কোচ আর শ্রীধর, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিজিয়োথেরাপিস্ট নিতিন পটেলকে আইসোলেশনে পাঠানো হয়। গত শনিবার রবি শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।”
BCCI Medical Team has isolated Head Coach Ravi Shastri, Bowling Coach B Arun, Fielding Coach R Sridhar, and Physiotherapist Nitin Patel as a precautionary measure after Shastri’s lateral flow test returned positive last evening: BCCI pic.twitter.com/48D4RQ4Pk8
— ANI (@ANI) September 5, 2021
আরও জানানো হয় যে, “ফ্লো টেস্টের রেজাল্ট পজিটিভ এলেও আরটি-পিসিআর পরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছে মেডিক্যাল টিম অনুমতি না দিলে দলের সঙ্গে কোথাও যাবেন না তারা, হোটেলেই থাকবেন।’’
আরও পড়ুনঃ ওভালে তৃতীয় দিন ভারতের ব্যাটিংয়ে প্রত্যাঘাত
অপরদিকে ভারত-ইংল্যান্ড ওভালের টেস্টের মাঝেই ভারতীয় দলের কোচের এই করোনায় আক্রান্ত হওয়ার খবর চিন্তায় ফেলেছে ভারতীয় দলকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584