অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতকে প্রায় হারা বাজি জিতিয়ে দিয়েছেন হনুমা বিহারি। এই টি টোয়েন্টি যুগে যে টেস্ট ম্যাচ বাঁচানো যায় ক্রিজে পড়ে থেকে সেটা রাহুল দ্রাবিড়ের জন্মদিনে প্রমান দিলেন হনুমা।১৬১ বলে ২৩ রানের ইনিংস খেলেন তিনি আর তার এই ইনিংসকে সেঞ্চুরির সঙ্গে তুলনা করে ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন।
তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে খেলা একেবারেই সহজ নয়। হনুমার এই ইনিংসের জন্য গর্ব বোধ করা উচিত। ওর এই ইনিংস সেঞ্চুরির সমান। আর আমি নিজে যে ব্যাটিং করলাম তাতে বলবো আমার খেলা সেরা ইনিংস।“
কি ভাবে সম্ভব হল এই ইনিংস খেলা? অশ্বিন বললেন, “প্রথম থেকেই কামিন্সের বোলিং নিয়ে চাপে ছিলাম আমি। পরপর বাউন্সার দিচ্ছিল কামিন্স। তবে, নেটে জসপ্রীত বুমরাহর বল খেলাও বেশ কঠিন। আমি অনেকটা সময় নেটে ব্যাটিং করে কাটাই। ফলে সমস্যা হয়নি।
আরও পড়ুনঃ ক্যাচ মিস করায় ম্যাচ মিস হলঃ পেইন
ব্যাট করতে আসার সময় আমি পুজারাকে বলছিলাম, তুমি তো আমায় নদীতে নামিয়ে দিলে। কিন্তু আমি নিজের প্রতি বিশ্বাস হারাই নি সাহস নিয়ে ক্রিজে পড়েছিলাম তার ফলও পেলাম খুব খুশি হলাম আমাদের বিশ্বাস বাড়লো পরের টেস্টে র আগে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584