করোনা ঠেকাতে ভ্যাকসিনের বদলে রোজ রাম, ডিম পোচ খাওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যতদিন যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। করোনার প্রতিষেধক কবে বেরোবে তা নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে তাই নিয়মিত রাম আর ডিমের পোচ খাওয়ার পরামর্শ দিলেন কর্নাটকের কংগ্রেস নেতা রবিচন্দ্র গাট্টি। করোনা প্রতিরোধে রাম আর ডিম পোচই যথেষ্ট। ভ্যাকসিনের আশায় বসে না থেকে বরং এগুলো খান তাহলে আপনি করোনা মুক্ত হতে পারবেন।

Ravichandra Gatti | newsfront.co
পরামর্শ। ছবিঃ টুইটারের স্ক্রিনশট

সম্প্রতি টুইটারে টাইমস অফ ইন্ডিয়া তাঁর পরামর্শ দানের এমনই একটি ভিডিও বার্তা পোস্ট করেছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, ওল্ড মংক রামের বোতল হাতে গাট্টি, করোনার হাত থেকে বাঁচার জন্য যে টোটকার কথা তিনি বলেছেন তারই সুখ্যাতি করেছেন।

যদিও ব্র্যান্ডের নাম ভুলে গিয়ে ওল্ড মংকের জায়গায় স্থানীয় ‘খোডেজ’-এর উল্লেখ করেছেন নেতা। এখানেই শেষ নয়। রাম খাওয়ার পাশাপাশি ডিম পোচ খাওয়ার কথাও ওই ভিডিওতে বলেন তিনি। কী ভাবে নিখুঁত ডিম পোচ রান্না করা যায়, তা ভাইরাল হওয়া এই ভিডিওটিতে সবিস্তারে আলোচনা করেছেন ম্যাঙ্গালুরুর উল্লাল পুরসভা কেন্দ্রের কংগ্রেস কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি।

আরও পড়ুনঃ ৬টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান না পাঠাতে অনুরোধ মুখ্যসচিবের

এই নেতার প্রেস্ক্রিপশন অনুযায়ী, প্রতিদিন ৯০ মিলি রামে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো মেশাতে হবে। তার সঙ্গে জোড়া ডিমের পোচ খাওয়ার পরামর্শও দিয়েছেন নেতা। এই টোটকা প্রয়োগ করলে এক নিমেষে করোনাভাইরাস অদৃশ্য হবে বলেও দাবি করেছেন গাট্টি।

রামের বোতল হাতে নিয়ে ভিডিওটিতে গাট্টি আরও বলেন যে, ‘চিকিৎসকদের কথা বলতে পারব না। আমি নিজে অনেক ওষুধ ব্যবহার করেছি। রামই হল আমার করোনা প্রতিষেধক। আমি রাজনীতিক, কিন্তু এ ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আমি ভারতীয় নাগরিক এবং কোভিড কমিটির সদস্য হিসেবে কথা বলছি।’

আরও পড়ুনঃ নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ, ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারে পর্যটন মন্ত্রক

কংগ্রেস নেতা রবিচন্দ্র গাট্টি আরও বলেন যে, ‘ম্যাঙ্গালুরু ও মাদিকেরিতে বহু লোকই রাম পান করেন। তবে নিজে মদ্যপানও করি না এবং মাছও খাই না।’ উল্লেখ্য, সমাজকর্মী হিসেবে গাট্টির বেশ সুনাম রয়েছে। গত ১৫ বছর ধরে তিনি কংগ্রেসের সদস্য। তাঁর সাম্প্রতিক দাবি নিয়ে দল আলোচনায় বসবে বলে জানিয়েছেন ম্যাঙ্গালুরু কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, গাট্টির ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে নানারকমের মন্তব্য করছেন নেটিজেনরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here