অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে অনেক কম রানে থেমে গেলেও, ইংরেজদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝটকা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই ফিরিয়ে দেন রোরি বার্নসকে। অশ্বিনের বলের অতিরিক্ত বাউন্স বার্নসের ব্যাট ছুঁয়ে স্লিপে অজিঙ্ক রাহানের হাতে জমা পড়ে। এর সঙ্গে সঙ্গেই টেস্টে ১০০ বছরেরও বেশি পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন।
তৃতীয় স্পিনার হিসেবে কোনও টেস্ট ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। শেষবার এই জিনিস করে দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলার। ১৯০৭ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। স্পিনার হিসেবে প্রথম বলেই উইকেট নেওয়ার প্রথম দৃষ্টান্ত রয়েছে ইংল্যান্ডের ববি পিলের। ১৮৮৮ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন।
আরও পড়ুনঃ চেন্নাইতে দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক ঢোকানো হবে
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭৮ রানে। নজির গোড়া অশ্বিন নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে টার্গেট ৪১৭ রান। মঙ্গলবারই ম্যাচের শেষ দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584