অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বল হাতে ম্যাজিক দেখানোর পরে ব্যাট হাতেও অনবদ্য রবিচন্দ্র অশ্বিন। ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যর্থ তখন তার শতরানের উপর ভর করে চেন্নাইতে দ্বিতীয় টেস্ট জয়ের পথে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে এক উইকেটে ৫৪ রান এই অবস্থা থেকে তৃতীয় দিন শুরু করে টিম কোহলি।
তবে ভারতীয় টপ অর্ডার লিচ এবং মইন আলির ঘূর্ণিতে নাজেহাল হয়ে যায়। প্রথম সেশনেই রোহিত (২৬), পূজারা (৭), ঋষভ পন্থ (৮), রাহানে (১০), অক্ষর প্যাটেল (৭) প্যাভিলিয়নে ফিরে যান।
একটা সময় দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে ৬ উইকেট হয় ভারতের। তবে অধিনায়ক বিরাট কোহলি টিকে থাকেন তাকে যোগ্য সঙ্গ দেন অশ্বিন। ৬২ রান করে সেই মইন আলির বলে এল বি ডবিলিউ হন বিরাট।
তবে বিরাট আউট হয়ে গেলেও। অশ্বিন কিন্তু থামলেন না। চিপকের ঘূর্ণি সামলে ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করে নিজের জীবনের ষষ্ঠ শতরান করে ফেললেন। ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। ২৮৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।
আরও পড়ুনঃ সেই কৃষ্ণর গোলে জামশেদপুর জয় সবুজ- মেরুনের
প্রথম ইনিংস নিয়ে ভারতের লিড দাঁড়িয়েছে ৪৮১ তে ৪৮২ রানের বিশাল অংক তাড়া করতে নেমে বিপাকে ইংরেজরা চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে তিন উইকেটে ৫৩ রান ইংল্যান্ডের। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৪২৯ রান।
বার্নসকে অশ্বিন আর সিবলি ও লিচকে অক্ষর প্যাটেল আউট করেন ক্রিজে রয়েছেন জো রুট ২ ব্যাটিং এবং ড্যান লরেন্স ১৯ ব্যাটিং করছেন। এই টেস্ট জয় যে ভারতের আগামী দিন কেবল জয়ের অপেক্ষা সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584