অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য। বিসিসিআই সূত্ৰ মারফত জানা গেছে হ্যামস্ট্রিংয়ের চোট সঙ্গে কনকাশন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সংশয় থাকছে।
সূত্রের খবর, আইসিসি-র কনকাশন নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার মাথায় আঘাত পেলে ৭ থেকে ১০ দিন তিনি মাঠে নেমে ম্যাচে খেলতে পারেননা। আর সেই কারণেই ডিসেম্বরের ১১ তারিখ থেকে তিন দিনের দিন-রাতের ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা।
দিন-রাতের ওয়ার্মআপ ম্যাচ না খেলে সরাসরি অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে জাদেজাকে মাঠে নামানোর ঝুঁকিটা নেবেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কনকাশনের পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রবীন্দ্র জাদেজার।
আরও পড়ুনঃ রাসেলের থেকেও পান্ডিয়াকে এগিয়ে রাখছেন ভাজ্জি
তাই পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন চিকিত্সকরা। তাই মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে আদৌ মাঠে নামতে পারবেন কিনা রবীন্দ্র জাদেজা! নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই।
আরও পড়ুনঃ সৌরভ ক্রিকেটারদের পাশে থাকতো বিরাট থাকে নাঃ কাইফ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যানবেরায় প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের বল জাদেজার হেলমেটে লাগে। মাথায় চোট পান তিনি। সেই অবস্থায় তিনি খেলা চালিয়ে গেলেও ইনিংস ব্রেকের পর মাঠে নামতে পারেননি। কনকাশন সাব হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। এরপর বিসিসিআইয়ের তরফে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে খেলতে পারবেন না ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584