নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার পূর্ব চকচকার রায়ডাক শ্রাবণী মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল রবিবার সারারাত।
এদিন মেলাতে বহু দূরদুরান্ত থেকে পূর্ণ্যর্থীরা আসে। রবিবার রাতে বারবিশার ৩১নং সি জাতীয় সড়কের পাশে পূর্ব চকচকা রায়ডাক ২ নম্বর নদীর তীরে শ্রাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলাতে রকমারি দোকানপাঠ সহ মুক্তমঞ্চ ছিল।
মেলা কমিটি জানান, বিগত কয়েক বছর থেকে পূর্ব চকচকা চেকপোস্ট বোলবোম সেবা সমিতির উদ্যোগে ওই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । প্রতিবেশী রাজ্য অসম থেকেও বহু মানুষ এদিন এই মেলায় উপস্থিত হয়েছিল। শ্রাবণী মেলায় ভক্তদের জন্য রায়ডাক নদীর ঘাট সংস্কার করে স্নানের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও রয়েছে শিবলিঙ্গে জল ঢালার ব্যবস্থা। গত ২১ জুলাই রাতে এলাকার বিশিষ্ট জনেদের উপস্থিতিতে মেলার উদ্বোধন হয়। মেলায় উপলক্ষ্যে এদিন রবিবার রাতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে লালগড়ে প্রবীনদের চক্ষু পরীক্ষা শিবির
মেলা রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত চলে মেলাতে রকমারি দোকানপাট, মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মেলার মূল আকর্ষণ। দূরদূরান্তের বহু পূণ্যার্থী মেলা ভিড় জমিয়েছিল। রাতভর ওই মেলা চলে।
মেলা কমিটি পক্ষ থেকে জানান, শ্রাবণ মাসের প্রতি রবিবার ও সোমবার এখানে মেলা অনুষ্ঠিত হবে। বিশেষ ব্যবস্থা সহ পুলিশের নিরাপত্তা ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584