ওয়েবডেস্কঃ
চলতি মাসের ১৪ তারিখে আরবিআই সাইবার নিরাপত্তা ও আইটি পরীক্ষণ সেল কর্তৃক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর প্রতি নির্দেশিকা জারি করে বলা হয়েছে “এনিডেক্স”(Anydesk) নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুহূর্তে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা লোপাটের নিশ্চিত সম্ভাবনা আছে ।
বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে সতর্ক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকায় বলা হয়েছে মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে এই এনিডেক্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউপিআই ও অন্যান্য ট্রানজাকশন করলে মুহূর্তে পুরো ব্যাঙ্ক একাউন্ট শূন্য হয়ে যেতে ।
আরও পড়ুনঃবিধিনিষেধ ভঙ্গের অভিযোগে এমপি’র অ্যাকাউন্ট ব্লক করলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
কোন ফোন ব্যবহারকারী যখন এই এনিডেক্স অ্যাপ্লিকেশনটি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে কোনো মাধ্যমে ফোনে ডাউনলোড করেন, তখন অ্যাপটিকে কার্যকরী করার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশন এর মতই গ্রাহকের কাছে অনুমতি চাওয়া হয় এবং প্রত্যুত্তরে গ্রাহক যখন অনুমতি প্রদান করেন, তখনই নিজের অজান্তেই বিপদজনক ফাঁদে প্রবেশ করেন।
আরবিআই জানিয়েছে একাধিক ভুয়ো নাম্বার ইউপিআই প্লাটফর্মে সক্রিয় রয়েছে , যেগুলোর মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হতে পারে যে কেউ। জানা গেছে ডিভাইসে ডাউনলোড করা এনিডেক্স অ্যাপ্লিকেশনটি ৯ সংখ্যার একটি অ্যাপ কোড নাম্বার গ্রাহকের ডিভাইসে পাঠিয়ে ব্যাঙ্কের নাম করে সেই কোড নম্বরটি প্রদান করতে বলে। আর ঠিক সেই সময় সাইবার ক্রিমিনালরা ওত পেতে বসে থাকে ব্যাঙ্ক জালিয়াতি করার জন্য ।
(ফিচার ছবি-BW Businessworld)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584