লাইসেন্স বাতিল ব্যাংকের, টাকা ফেরত পাওয়া নিয়ে চিন্তায় আমানতকারীরা

0
150

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ব্যাঙ্কের আর্থিক অবস্থার কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাতিল করে দিল বাগনানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স। ১৩ মে লাইসেন্স বাতিলের পর থেকেই ব্যাংকের যাবতীয় কাজ কর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক।

rbi | newsfront.co

ইউনাইটেড কো অপারেটিভ ব্যাঙ্কের রেজিস্ট্রেশন বাতিল ও লিকুইডেটর নিয়োগের কথা ঘোষণা করেছে আরবিআই কিন্তু প্রশ্ন উঠেছে ব্যাঙ্কের গ্রাহকদের জমা টাকা তাঁরা ফেরত পাবেন কিভাবে!রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে ব্যাংকের কাছে এখন নেই পর্যাপ্ত মূলধন আর ভবিষ্যতে সে মূলধন আয় করার আশাও নেই।

আরও পড়ুনঃ অতিমারিতে অক্সিজেনের কালোবাজারি রুখতে চালু হল হেল্পলাইন নম্বর

এই কো অপারেটিভ ব্যাংকটির বিরুদ্ধে রিজার্ভ ব্যাংক ২০১৮ সালের ১৮ জুলাই তদন্ত শুরু করে। তখন থেকেই রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকের বিনিয়োগ, ঋণ দেওয়া, নতুন স্কীম সহ একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআই ১৮ জুলাই ২০১৮ তদন্ত শুরু করেছিল ৷ এরপর আরবিআই বিনা লিখিত অনুমতি ব্যাঙ্কের বিনিয়োগ, লোন দেওয়া, নতুন স্কিম-সহ একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল ৷

রিজার্ভ ব্যাংক জানিয়েছে ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন এর মাধ্যমে গ্রাহকদের পুরো জমা টাকা ফেরত দেওয়া হবে ৷ এই নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নিয়ম মানা হবে।রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কো-অপারেটিভ ব্যাঙ্কটি ব্যাঙ্কিং রেগুলেশন আইন 1949 এর বেশ কিছু শর্ত পূরণ করতে পারছে না ৷

আরও পড়ুনঃ করোনা কোপে ১৪মে থেকে ২৩মে পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি

এই মুহূর্তে ব্যাংকের যা আর্থিক পরিস্থিতি তাতে ব্যাঙ্ক খোলা রাখার অনুমতি দেওয়া হলে তা গ্রাহক স্বার্থের পরিপন্থী হবে ৷ এই কারণেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এবং ব্যাঙ্কের যাবতীয় কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here