ওয়েবডেস্কঃ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথান তাঁর মেয়াদ পূর্ণ হওয়ার তিন মাস আগেই পদত্যাগ করলেন।
সংবাদ সংস্থা দ্য ইকোনমিক টাইমস সূত্রে জানা গেছে যে চিকিৎসকের পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে তিনি মানসিক চাপজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাই তাঁর চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
গত বছর জুন মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর চাকরির মেয়াদ কাল এক বছর বৃদ্ধি করা হয়। অর্থাৎ ২০২০ সালের জুন মাসের শেষে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ উতর্ণ তিন মাস আগেই তাঁর পদত্যাগ নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য ,কেন্দ্রের বিমুদ্রাকরণ নীতি ডিজিটাল লেনদেন কিছুটা বাড়াতে সক্ষম হলেও দেশের বেশিরভাগ মানুষ এখনো নগদ মুদ্রার উপরই নির্ভরশীল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584