নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এটিএম লেনদেনে বদল আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আগামী বছরই কার্যকর হবে এই নয়া নিয়ম। দেখে নিন কি বদল আসবে এটিএম পরিষেবায়:

• এটিএম লেনদেনের ক্ষেত্রে বাড়তে চলেছে পরিষেবাগত মূল্য। তবে কতটা বাড়বে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
• ১ লা জানুয়ারি, ২০২২ থেকে প্রত্যেক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটিএম লেনদেন পিছু প্রতি মাসে কাটা হবে ২১ টাকা। পূর্বে যে টাকার পরিমাণ ছিল ২০ টাকা, এমনটাই জানিয়েছে আরবিআই।
• তবে বন্ধ হচ্ছে না বিনামূল্যে এটিএম লেনদেনের সুযোগ। প্রতিমাসে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ টি এবং নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৫ টি অর্থাৎ মোট ১০ টি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন।
• পূর্বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে Interchange Fee ছিল ১৫ টাকা। আর আর্থিক নয়, এমন লেনদেনের জন্য ৫ টাকা। আরবিআই’র নতুন নিয়মে বাড়বে দুটোই। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১৭ টাকা। আর্থিক নয় এমন লেনদেনের ক্ষেত্রে হবে ৬ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584