শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১০ ডিসেম্বর, ২০২১ সালের পরে তিন বছরের জন্য বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শক্তিকান্ত দাসকে আরবিআই গভর্নর হিসাবে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে।”
শক্তিকান্ত দাস ২০১৮ সালের ১১ ডিসেম্বর তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হিসাবে নিযুক্ত হন। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ছিলেন তিনি। এছাড়াও, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি), নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি)-এ ভারতের বিকল্প গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন শক্তিকান্ত।
আরও পড়ুনঃ চুরি হওয়া একাধিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতকে ফিরিয়ে দিল আমেরিকা
২০১৮ সালের ডিসেম্বর মাসে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল। তাঁর আগে রঘুরাম রাজনও ইস্তফা দিয়েছিলেন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। জনশ্রুতি, কেন্দ্রের সঙ্গে মতের অমিলের কারণেই ইস্তফা দেন দুজনেই। আবার দুজনেই ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছিলেন।
উর্জিত প্যাটেলের পরই শক্তিকান্ত দাসকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করে কেন্দ্র। ২০১৭ সালের মে মাসে আমলা পদে অবসর গ্রহণ করেন শক্তিকান্ত দাস, এর পর ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর করা হয় তাঁকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584