করোনা থাবায় বিধ্বস্ত অর্থনীতিকে অক্সিজেন দিতে কমল ‘রেপো রেট’

0
52

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দেশ। এই স্তব্ধতার প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই অবস্থায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার সকাল দশটায় সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানালেন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস।

RBI Saktikanta Das | newsfront.co
সাংবাদিক সম্মেলনে আরবিআই শক্তিকান্ত দাস। চিত্রঃ এএনআই

শুক্রবার মুদ্রানীতি কমিটির সঙ্গে এক বৈঠকের পরে রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ শতাংশ করা হলো। বর্তমানে দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে ২১ দিনের লকডাউন পর্ব চলছে। এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

লকডাউনে গৃহবন্দী দেশের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে তাই উদ্যোগী রিজার্ভ ব্যাংক। নির্ধারিত মুদ্রানীতি কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেটের হার ৫.১৫% থেকে ৪.৪% এ নিয়ে আসার। পাশাপাশি কমল রিভার্স রেপো রেটও। ৯০ বেসিস পয়েন্ট কমল রিভার্স রেপো রেট।

২০০৮-০৯ সালে গোটা বিশ্বে একসময় এইরকমই আর্থিক সংকট দেখা গেছিল। এরপর করোনা ভাইরাসে আক্রমণে আরও একবার থমকে গেছে ভারত তথা বিশ্বের অর্থনীতি। মনে করা হচ্ছে এই ভাইরাসের ফলে যে আর্থিক ধাক্কা লেগেছে ভারতে তাতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি আরও কমতে চলেছে। এই ঘোষণার পর কমতে পারে ইএমআই।

আজকের সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর এক রকম স্বীকার করে নিলেন যে, দেশের অর্থনীতি ধুঁকছে। জিডিপিতেও বড় ধাক্কা লাগতে চলেছে। ফলে আপাতত এই অর্থনীতিকে চাঙা করতেই রেপো রেট ও রিজার্ভ রেপো রেট কমানোর ঘোষণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here